Thursday, February 04, 2010

Khonek dekha by Rabindranath Tagor


যেমন ঢাকা ছিলে তুমি

তেমনি রইলে ঢাকা ,

তোমার কাছে যেমন ছিনু

তেমনি রইনু ফাঁকা !

তবে কিসের তরে

থামলে লীলাভরে

যেতে যেতে পাড়ার পথে

কলস লয়ে কাঁখে ?

একটুখানি ফিরে কেন

দেখলে ঘোমটা - ফাঁকে ?


if you are interested, read the full poem here

4 comments:

Mahmudul Hasan said...

ওএমজি ।

mahmud said...

আপনার পোস্ট এর মানে একসময় ধরে নিয়েছিলাম শুধুই রিসার্চের কচকচানি... :P

কিন্তু আজ একি চমক দিলেন আপুমনি!
আপনার এই সুন্দর কাব্য দেখে আমি অভিভূত!!
আমি আশ্চর্যান্বিত, বিষ্ময়ে হতবাক!!!

দারুণ সুন্দর হয়েছে... কিন্তু আমার ভাই আর বইন-এর সাথে দেখা হইলো না বইলে আমি মর্মাহত :-(

বিয়াপার না, বেটার লাক নেক্সট টাইম :D

তবে কোবতে খান দারুণ হইছে আপু, সত্যি কইতিছি... :-)

Sheetal said...

eta ami likhi nai, eta robindronath er likha, khonika boi er kobita, ami khali copy paste korsi

mahmud said...

ওওও... তাই বুঝি?
কপি পেস্ট টা সুন্দর হইছে :P