read the full version here.
তোমার আমার মাঝখানেতে
একটি বহে নদী ,
দুই তটেরে একই গান সে
শোনায় নিরবধি ।
আমি শুনি শুয়ে
বিজন বালু - ভুঁয়ে ,
তুমি শোন কাঁখের কলস
ঘাটের 'পরে থুয়ে ।
তুমি তাহার গানে
বোঝ একটা মানে ,
আমার কূলে আরেক অর্থ
ঠেকে আমার কানে ।
তোমার আমার মাঝখানেতে
একটি বহে নদী ,
দুই তটেরে একই গান সে
শোনায় নিরবধি ।
3 comments:
শীতল আপু , আপনার কি হইসে ?
এক্সিডেন্টের ফল ?
areee kobita ta sundor, tai dilam
আপুজান,
আপনার কবিতা শেয়ারের বৃষ্টি দেখে আমি যারপরনাই আনন্দিত :D :D
অবশেষে আপনি যন্ত্র হইতে মানুষ হইবার পথে... :P
Post a Comment